|

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দেবে

প্রকাশিতঃ ৪:৫২ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৭, ২০১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দেবে

অনলাইন বার্তাঃ

৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত নির্বাচনী যৌথ সভায় এ তথ্য জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি জেলা শাখা।

নির্বাচন পরিচালনা কমিটির জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আসরাফ আলী আকন।

অন্যান্যের মধ্যে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুহাম্মদ আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রংপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, ঠাকুরগাঁও-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আব্দুল জব্বার, ঠাকুরগাঁও-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাজি উদ্দিনসহ সংগঠনের নেতারা।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি প্রধান দুই দলের বাইরে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দেবে। কেন্দ্র থেকে প্রার্থীদের যাচাই বাছাই শেষ পর্যায়ে। জনণের মৌলিক অধিকার গুলো বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান নেতারা।

দেখা হয়েছে: 433
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪