|

গভীর রাতে পুলিশের অভিযানে-১০৫৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার-৩

প্রকাশিতঃ ২:১৩ পূর্বাহ্ন | মার্চ ০৩, ২০১৮

ইয়াবা-গ্রেফতার-Police raids in the night at night -1057 arrested with Yaya-3

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম যোগদান এর পর, জঙ্গি সন্ত্রাস ও মাদক এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা পর তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ ১০৫৭ পিচ ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো বাবু ও রাকিব। গ্রেফতারকৃত বাবু নড়াইল পৌরসভাধীন মহিষখোলা গ্রামের বাসিন্দা। অপরদিকে গ্রেফতারকৃত রাকিব নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলামের নের্তৃত্বে ও নড়াইল সদর সার্কেল মেহেদী হাসান, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই নয়ন পাটোয়ারী, এএসআই আলমগীর, এএসআই সোহেল, এএসআই হাবিব, এএসআই নাহিদ, এএসআই কামরুল, এএসআই হাবিব গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল ওলিয়ার, বায়েজিদ, শিমুল, সাজ্জাদ, আজাদ হুসাইন, সোহাগ, সুজন, জব্বার অভিযান চালিয়ে তাকে দুর্গাপুর-ডুমুরতলা সড়ক এলাকার আঃ শুকুর মোল্যার দোকানের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণাই পুলিশের কাজ। কাজেই এ সকল অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবে না।

অপরদিকে নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম যোগদান এর পর মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা তারই ধারাবাহিকতায় পুরুলিয়া ইউপি ভবনের পেছন থেকে ৫১ পিস ইয়াবাসহ ইসমাইল মোল্যা (২৩) নামক এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ধৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার কলামন খালী গ্রামের মৃত. সোবহান মোল্যার ছেলে। নড়াইলের কালিয়া উপজেলার বাজে বাবরা গ্রামের জনৈক আবু শেখ জানান,‘ ইসমাইল মোল্যা গ্রাম পুলিশের চাকুরীর আড়ালে দীর্ঘদিন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত।

ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে নড়াইলের কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ৫১ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ ওবায়দুল্লাহকে হাতে-নাতে গ্রেফতার করে।

নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণাই পুলিশের কাজ। কাজেই এ সকল অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবে না অভিযান অব্যাহত থাকবে।

দেখা হয়েছে: 457
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪