|

ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় জরিমানা

প্রকাশিতঃ ১১:৫১ অপরাহ্ন | এপ্রিল ২৮, ২০২১

ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর সেমাই উৎপাদন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের রিপন সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন করে বাজারজাত করায় সাময়িক বন্ধ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ওই কারখানা পরিদর্শন করে সাময়িক বন্ধ ও জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে রিপন সেমাই কারখানার মালিক রিপন মিয়া ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন করে বাজারজাত করে আসছিল। প্রশাসনের কাছে এমন খরব এলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ওই কারখানায় অভিযান চালায়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাত করায় কারখানার মালিক রিপন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাত করায় কারখানার মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 341
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪