|

ঈশ্বরগঞ্জে আলোর অনির্বাণ সংগঠনের বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৫৭ অপরাহ্ন | ডিসেম্বর ২৫, ২০২১

ঈশ্বরগঞ্জে আলোর অনির্বাণ সংগঠনের বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের সংগঠন “আলোর অনির্বাণ” মরহুম নজরুল ইসলাম স্যার স্মৃতি স্মরণে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বই খুলে পরীক্ষার আয়োজন করেছে। শনিবার দুপুর উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আলোর অনির্বাণ সংগঠনের বই খুলে পরীক্ষার যাত্রা শুরু হয় ২০১৯ সালে। তখন ৪টি ইউনিয়নের ৪শ ৫০জন শিক্ষার্থী বই খুলে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এ বছর উপজেলার ১৯টি প্রতিষ্ঠানের ৬শ ৮৪জন শিক্ষার্থী বই খুলে পরীক্ষার অংশ নিয়েছেন। প্রতি শ্রেণীতে মেধা তালিকায় প্রথম ৫জনের জন্য রয়েছে আকর্ষণীয় ও সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারীর জন্য বিশেষ পুরস্কার মেধাবৃত্তি। এবার মোট ৫০হাজার টাকার মেধাবৃত্তি পুরস্কার দেয়া হবে।

পরীক্ষার হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পরীক্ষার হল পরিদর্শন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ,উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, আলমগীর মুনসুর (মিন্টু) কলেজের প্রভাষক রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী নাবিলা বিনতে জামান বলেন, এ ধরনের পরীক্ষা আমাদের খুব কাজে আসবে এবং পরীক্ষা সম্পর্কে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ ফয়সাল জানান, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে তাদেরকে একটি সংগঠনের আওতায় নিয়ে আসার লক্ষে “আলোর অনির্বাণ” ২০১৮ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ সংগঠনের সদস্য রয়েছে ৭৫জন প্রাক্তন শিক্ষার্থী। উচাখিলায় শিক্ষার প্রসার, দারিদ্রের সহায়তা করা সহ বিভিন্ন সমাজ উন্নয়নমুখী কার্যকলাপ সংঠনের প্রধান উদ্দেশ্য।

দেখা হয়েছে: 294
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪