|

ঈশ্বরগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি একজনের মৃত্যু

প্রকাশিতঃ ৭:৫৩ অপরাহ্ন | এপ্রিল ১১, ২০২২

ঈশ্বরগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি একজনের মৃত্যু

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ঘর বাড়ি গাছ পালাসহ বৈদ্যতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সঞ্চালন লাইন ক্ষতি গ্রস্থ হওয়ায় উপজেলার ৬টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের কবলে পড়ে স্বাধীন মিয়া নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ, মাইজবাগ, জাটিয়া, সোহাগী, সরিষা, আঠারোবাড়ি এই ৬টি ইউনিয়নের উপর দিয়ে কাল বৈশাখী ঝড়ে বয়ে যায়। ঝড়ে উপজেলার মাইজবাগ ইউনিয়নে অর্ধশতাধিক ঘর বাড়ির ক্ষতি সাধিত হয়েছে।

তন্মধ্যে কুমড়াশাসন গ্রামের জুলহাস উদ্দিন, মাসুদ মিয়া, ও আঠারোবাড়ি ইউনিয়নের দক্ষিণ তেলুয়ারী গ্রামের নূরুল ইসলাম ও মহেশ্চাতুল গ্রামের শফিক মিয়ার বসত ঘর সম্পূর্ণ রুপে বিধ্বস্থ হয়। ঝড়ে বিধ্বস্থ গাছে সরাতে গিয়ে চাল থেকে পরে পৌর এলাকার দত্তপাড়া গ্রামের স্বাধীন মিয়া (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম অনিতা বর্ধন জানান, কাল বৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের ১৫টি খুঁটি ভেঙ্গে পড়েছে। প্রায় শতাধিক গাছ পড়ে বৈদ্যতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার বড়হিত তারুন্দিয়া উচাখিলা মগটুলা রাজিবপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। বাকী ৬টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

দেখা হয়েছে: 149
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪