|

ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উদ্বোধন

প্রকাশিতঃ ১২:৫২ পূর্বাহ্ন | জুন ০৬, ২০২১

ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২১ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫ জুন থেকে ১৯ জুন ২০২১ পর্যন্ত পক্ষকাল ব্যাপি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত ওই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ডা. সুব্রত কুমার পাল, ডা. দ্রুবজিত দেবনাথ, ডা. আবু রেজা হাসিবুল, ডা.খালেকুজ্জামান সোহাগ, ডা.শাহরিয়ার তাহমিদ, নার্সিং সুপার ভাইজার শিপ্রা রানী, মেডিকেল টেকনোলজিস (ইপিআই) সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন এ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ২শত ৬৪টি বিতরণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৯৫জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৪ হাজার ৮শত ৯২ জনের মাঝে বিতরণ করা হবে।

দেখা হয়েছে: 271
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪