|

ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ন | মে ২৯, ২০২৩

ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ২৯ মে) উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ ড্রাগ সুপার রেশমা সুলতানা ও তার টিম এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক ওই বাজারের ওষুধ ব্যবসায়ী আবু তাহেরকে ১০ হাজার এবং আঃ ছাত্তারকে ৫ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুই ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষধ রাখা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

দেখা হয়েছে: 209
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪