|

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ৬:৫১ অপরাহ্ন | মে ১৯, ২০২১

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ফিলিস্তিনের ভূখন্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্যাতিত ফিলিস্থিনীদের পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে জাগ্রত তাওহিদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুফতি সফিউল্লাহ ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আহসানুল্লাহ, মুফতি উবায়দুল্লাহ, মারুফ আল মাহমুদ, সাংবাদিক রেজাউল করিম রাজু প্রমূখ।

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিনের ওপর রাসায়নিক গ্যাস নিক্ষেপসহ ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং শক্তিধর দেশগুলো এখনই ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ব যখন করোনা মহামারীতে বিপর্যস্ত ঠিক তখনই ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

বক্তারা আরও বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখন্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না।

দেখা হয়েছে: 401
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪