|

ঈশ্বরগঞ্জে বৃক্ষমেলায় ব্যাপক সাড়া ৩০ লক্ষ টাকার চারা বিক্রি

প্রকাশিতঃ ১১:২৯ অপরাহ্ন | অগাস্ট ৩০, ২০১৯

ঈশ্বরগঞ্জে বৃক্ষমেলায় ব্যাপক সাড়া ৩০ লক্ষ টাকার চারা বিক্রি

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপনে ব্যাপক সাড়া পড়েছে। পাঁচ দিনের বৃক্ষ মেলায় নার্সারী মালিকরা ৩০ লক্ষ টাকার চারা বিক্রি করেছেন। ক্রেতা ও নার্সারী মালিকদের আগ্রহের ফলে কৃষি বিভাগ মেলার সময়সীমা তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছেন।

গত ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মেলার দিন ধার্য ছিল । মেলায় ফলদ বনজ ঔষধি গাছের চারার ব্যাপক বিক্রি ও স্টল মালিকদের আগ্রহের কারণে কৃষি বিভাগ আরো দুদিন মেলার সময়সীমা বৃদ্ধি করেছেন। উপজেলা পরিষদ চত্বরে আযোজিত মেলায় ৪০স্টল অংশ নেয়।

নার্সারী মালিক মহরম আলীর জানান ক্রেতাদের চাহিদা মেটাতে তাদের নার্সারী বাগান থেকে প্রতিদিন শত শত চারা মেলায় আমদানি করতে হয়েছে। গতবারের তুলনায় এবার দ্বিগুন চারা বিক্রি হয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার জানান, এবারের বৃক্ষ মেলায় ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে এবং মেলার সাফল্য অর্জিত হয়েছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে আগামীতে মেলার পরিসর আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

এবারের মেলায় অংশগ্রহণকারী সকল স্টল মালিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

দেখা হয়েছে: 339
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪