|

ঈশ্বরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিতঃ ৯:০৭ অপরাহ্ন | মার্চ ২৬, ২০২১

ঈশ্বরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপিত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ঈশ্বরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। প্রতুষে তোপধ্বনি , সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ, সরকারী বেসরকারী সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের কবর জিয়ারত ,উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা/ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

“জাতির পিতা বঙ্গবন্ধু এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ের উপর বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া প্রমুখ।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ঈশ্বরগঞ্জ থিয়েটারের পরিচালনায় রক্তাক্ত বাংলা নাটক প্রদর্শিত হয়।

দেখা হয়েছে: 303
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪