|

ঋণের দায়ে জর্জরিত হয়ে ৫ সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিতঃ ৩:৩০ অপরাহ্ন | জুলাই ৩১, ২০১৮

আত্মহত্যা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ঋণের দায়ে জর্জরিত হয়ে পাঁচ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যু মামলা শেষে লাশ বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের নাঘার গ্রামের হতদরিদ্র প্রেমানন্দ সরকারের স্ত্রী পাঁচ সন্তানের জননী নির্মলা রানী সরকার (৪৫) সংসার চালাতে গিয়ে বিভিন্ন এনজিও এবং লোকের কাছে ঋণগ্রস্থ হয়ে পরেন।

বিভিন্ন এনজিও’র ঋণের টাকা পরিশোধ করা নিয়ে বিপাকে পরেন তিনি। এনিয়ে সংসারে অশান্তিও হয়ে আসছিল। ঋণের দায় থেকে মুক্তি পেতে নির্মলা রবিবার রাতের কোন এক সময়ে বাড়ির পুকুরপাড়ের গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে সোমবার দুপুরে ওসি (তদন্ত) নকিব আকরাম ও এসআই জাহিদুল ইসলাম নির্মলার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দেখা হয়েছে: 671
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪