|

এমপি মহিব্বুরের বিরুদ্ধে নারী ভাইস-চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ন | অক্টোবর ২০, ২০১৯

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শাহিনা পারভীন সীমা

নিজস্ব প্রতিবেদকঃ মোবাইল ফোনে হুমকি দেয়ায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। এ ছাড়া জীবনের নিরাপত্তা চেয়ে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

রোববার দুপুর ১২টার দিকে কলাপাড়া পৌর শহরের নিজ বাসায় অর্ধশত মহিলা আওয়ামী লীগ কর্মীর উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন শাহিনা পারভীন সীমা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্যের গুণ্ডা বাহিনী তাকে মোবাইল ফোনে হুমকি দেয়াসহ সভা-সমাবেশে যেতে নিষেধ করেছে। গত উপজেলা নির্বাচনে সংসদ সদস্য আওয়ামী লীগ প্রার্থীদের বিরোধিতা করেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন।

সীমা বলেন, সংসদ সদস্য ও তার স্ত্রী দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গোপনে তাদের আত্মীয়-স্বজন নিয়ে মহিলা আওয়ামী লীগের পকেট কমিটি গঠন করছেন। গত ১৭ অক্টোবর সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে এমপি মহিব্বুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তার এবং ভাইস-চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খানের নির্ধারিত আসন ছেড়ে দিতে হয়। এর প্রতিবাদ করায় এমপির লালিত সন্ত্রাসীরা গালাগাল করে।

এ ছাড়া একই দিন বিকালে ধানখালী ইউনিয়নে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হলে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চ ছেড়ে যেতে বলে এবং দুইবার বসার চেয়ার সরিয়ে ফেলে। সংসদ সদস্য সভায় উপস্থিত থাকলেও তিনি নীরবে বসে ছিলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল-ইসলামের মেয়ে হওয়ায় তাকে এবং তার পরিবারকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাকে হুমকিসহ নানাভাবে নাজেহাল করছে। এ কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হুমকি দেয়ার ঘটনায় গত ১৭ অক্টোবর কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু পুলিশ এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এ ব্যাপারে সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান সাংবাদিকদের জানান, এক ছাত্রলীগ নেতাকে হুমকি দেয়ায় মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে আশিক জিডি করেছেন। আর ধানখালী ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের যে ঘটনার কথা বলা হয়েছে বিষয়টি তিনি অবগত নন। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগাণ্ডা।

দেখা হয়েছে: 448
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪