|

কথায় কথায় চাকরী ছাঁটাই’র প্রতিবাদে শরীয়তপুরে ফারিয়া’র প্রতিবাদ সমাবেশ

প্রকাশিতঃ ৮:০৭ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৭, ২০২২

কথায় কথায় চাকরী ছাঁটাই'র প্রতিবাদে শরীয়তপুরে ফারিয়া'র প্রতিবাদ সমাবেশ

মো.মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি: ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগণকে কথায় কথায় চাকরী ছাটাই,দ্রব্যমূল্য উদ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন, টিএডিএ বৃদ্ধি ও চাকরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, অবৈধভাবে প্রেসক্রিপশন সার্ভের প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ করেছে ফারিয়া।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)র আয়োজনে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর সকাল দশটার দিকে শরীয়তপুর শিল্পকলা একাডেমীর সামনের সড়কে এ প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)র শরীয়তপুর জেলা শাখার সভাপতি আহাদ উজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক শিপন রহমান, সহ সাধারন সম্পাদক আব্দুস সোবহান,কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, উক্ত কমিটির উপদেষ্টা জাকির হোসেনসহ দেশের স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৬০/৭০জন রিপ্রেজেনটেটিভ অংশগ্রহণ করেন।

এসময় প্রতিবাদ সমাবেশে সভাপতি আহাদ উজ্জামান সাজ্জাদ, সেক্রেটারি শিপন রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন, তাদের বক্তব্য ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগণকে কথায় কথায় চাকরী ছাটাই,দ্রব্যমূল্য উদ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন, টিএডিএ বৃদ্ধি, চাকরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন ও অবৈধভাবে প্রেসক্রিপশন সার্ভে করার প্রতিবাদ জানান, তারা আরও বলেন আজকের প্রতিবাদ সমাবেশে যদি উর্ধতন কতৃপক্ষের অবস্থান পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।

সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলা, উপজেলার রিপ্রেজেন্টেটিভগণ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

দেখা হয়েছে: 229
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪