|

কবি এসএম আব্দুর রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০২২

আমজাদ হোসেন, ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলার উপজেলার স্বনামধন্য কবি, ধামইরহাট সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার কবি এস এম আব্দুর রউফ এর ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। টেন স্টার সংগীত বিদ্যালয়ের উদ্যোগে ০৮ ফেব্রুয়ারী দুপুর ২ টায় কবির নিজ বাসভবনের উঠানে ‘গীতিমঞ্জরী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজিপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন। বিটিভি’র বিশিষ্ট সংগীত শিল্পী কামরুল হাসান কাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক পত্নীতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, সঞ্চালক প্রনব দাস মিঠু, বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী এমদাদুল হক ইমন, লুৎফর রহমান, নওগাঁ লেখক পরিষদের সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ফরহাদ হোসেন, সাংবাদিক রায়হান রেজা, জাহিদ হাসান, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় কবি তার লেখা ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ বই ও ১টি করে মাস্ক উপস্থিত সকলকে প্রদান করেন।
কবি এস এম আব্দুর রউফ তার কবি জীবনে ২০১০ সালে সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য ‘শিশু কবি রবি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার ও ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।

দেখা হয়েছে: 233
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪