|

করোনা: অবশেষে ভাইরাসের চিকিৎসায় ৬ ওষুধ আবিষ্কার

প্রকাশিতঃ ৪:০০ অপরাহ্ন | মার্চ ২১, ২০২০

অবশেষে ভাইরাসের চিকিৎসায় ৬ ওষুধ আবিষ্কার

অনলাইন বার্তাঃ মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে যখন গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এই ভাইরাসের চিকিৎসায় ৬ ওষুধ তৈরি করেছে বলে দাবি রাশিয়ার।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে। করোনার প্রতিষেধক হিসেবে ৬টি ওষুধ আবিষ্কার করেছে তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে। নিকট ভবিষ্যতে এ ভ্যাকসিন করোনা ভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিন আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোবাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত ১১ হাজার ৪০২ জন মারা গেছে। এই ভাইরাসে ১৮৫টি দেশ বা অঞ্চলের মোট ২ কোটি ৭৫ হাজার ৯৯৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও দুইজনের মৃত্যু ও ২৪ জন আক্রান্ত হয়েছে।

দেখা হয়েছে: 463
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪