|

কলাপাড়ায় ৫ ইউনিয়নের আ’লীগ প্রার্থী বিজয়ী, বিএনপি’র ভড়াডুবি

প্রকাশিতঃ ৪:০৫ অপরাহ্ন | মার্চ ৩১, ২০১৮

কলাপাড়ায়-ইউনিয়ন-Candidate of AL candidates of Kalapara 5 union, winner of BNP

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়া উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ৪ জন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ১ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে

বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার ফলাফল অনুযায়ী, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন ৫ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম হুমায়ুন কবির ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রিন্টু তালুকদার ৩ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সালাম শিকদার ৩ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ ।

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের জয়-জয়কার হলেও ভরাডুবি হয়েছে বিএনপির। তবে ইসলামী আন্দোলনের পাখা প্রতীক আলোচনায় উঠে এসেছে। সাতটি ইউপির ছয়টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে।

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ তার নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরেছে বলে ভোটাররা উৎসবমুখর রয়েছেন।

দেখা হয়েছে: 579
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪