|

রূপগঞ্জে ৩৫ কেজি ওজনের সাড়ে ৩কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিতঃ ৭:৫৬ অপরাহ্ন | অগাস্ট ০৭, ২০২১

কষ্টিপাথরের মূর্তি
লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারাণগঞ্জের রূপগঞ্জে ৩৫ কেজি ওজনের সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১। এসময় তিনজন গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ। র‌্যাব এ ব্যাপারে গ্রেপ্তারকৃত তিনজনকে আসামী করে পূরাকীর্তি আইন ২৩ এর ৩ নং ধারায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত (৬ আগষ্ট) শুক্রবার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের জিন্দা এলাকায় র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। এসময় দুপুর ২ টার দিকে তারা খবর পান গাউছিয়া-কাঞ্চন সড়কে কালাদী এলাকায় অবস্থিত মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে কয়েকজন চোরাকারবারি কষ্টিপাথরের মূর্তি চোরালানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
এসময় র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩২ ইঞ্চিন দৈর্ঘ্যের ৩৫.৪ কেজি ওজনের প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা কষ্টিপাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ৩৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ র‌্যাব-১ তিনজনকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
দেখা হয়েছে: 259
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪