|

কাগজে থাকলেও ১৪, ৯ ও সাড়ে ৬ বছর ধরে কর্মস্থলে নেই ৩ চিকিৎসক

প্রকাশিতঃ ৪:৩৮ অপরাহ্ন | জুন ০৭, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সালেহীন কাদেরী ১৪ বছর ৪ মাস ও ডা. মাজেদুল ইসলাম ৯ বছর ৪ মাস এবং সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাদিয়া খান সানি সাড়ে ৬ বছর ধরে অনুপস্থিত রয়েছেন কর্মস্থলে। এসব চিকিৎসকদের কর্মস্থলে ফিরতে বারবার চিঠি দিয়ে জানানোর পরেও তাদের কোনো জবাব পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহীন কাদেরী ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি ও সহকারী সার্জন ডা. মাজেদুল ইসলাম ২০১১ সালের ২৯ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। আর সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া খান সানি অনুপস্থিত রয়েছেন ২০১৩ সালের ২৫ নভেম্বর থেকে। এই তিন চিকিৎসকের মধ্যে ডা. সালেহীন কাদেরী চলে যাওয়ার সময় পদত্যাগপত্র জমা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি দীর্ঘ ১৪ বছরেও। আর ছুটি নিয়ে বাড়ী যাওয়ার পর নির্ধারিত ছুটির সময় পেরিয়ে গেলেও কর্মস্থলে অন্য দুই চিকিৎসক না ফিরলে তাদের সাথে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাদের ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পান তারা। শুধু তাই নয়, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যোগদানের সময় জমা দেওয়া কাগজপত্রের ঠিকানায় কয়েকবার এসব চিকিৎসককে চিঠি দেওয়া হলেও তার কোন জবাব দেননি এ দুজন চিকিৎসক। এমনকি যোগাযোগও করেননি হাসপাতাল দুটির কারোরই সাথে। ফলে চিকিৎসক সংকটের কারণে এ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্খিত চিকিৎসাসেবা থেকে। তবে একটি সুত্রে জানা গেছে, ডা. সালেহীন কাদেরী ইংল্যান্ডে চলে গেছেন ও ডা. মাজেদুল ইসলাম দেশের স্বনামধন্য একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, ডা. সাদিয়া খান সানির বিষয়ে মন্ত্রণালয়ে অনেকবার লিখিতভাবে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে বলে শুনেছি। এখানে ২৩ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ১৩ জন। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান বলেন, ডা. সালেহীন কাদেরী ও ডা. মাজেদুল ইসলামের বিষয়ে মন্ত্রণালয়ে অনেকবার জানানোর পরও ১৪ ও ৯ বছর ধরে তাদেরকে এখানে পোষ্টিং দিয়ে রাখা হয়েছে। এদিকে ১৭ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৯ জন দিয়েই কোনমতে সেবা দিতে হচ্ছে রোগীদের। এতে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, এসব চিকিৎসকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাদের বিষয়ে মন্ত্রণালয়েও জানানো হয়েছে বহুবার, তারপরও সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে তাদের পোষ্টিং দিয়ে রাখা হয়েছে। ফলে অন্য চিকিৎসক দেওয়া হচ্ছে না।

দেখা হয়েছে: 227
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪