|

কিল ঘুষি ও প্রাণনাশের হুমকি দিয়ে ফাঁকা ষ্টামে সহি ও চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিতঃ ৬:৩৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৩, ২০২১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর খাঁস নওগাঁ মহল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর, নওগাঁ সদর উপজেলার চক রামচন্দ্র গ্রামের বিনছের আলী প্ররমানিকের পুত্র ফজলুর রহমান (৬২) ও তোজাম্মেল (৪৫) সহ আরোও অজ্ঞাত নামা ১০/১২ জন, ভুক্তভোগী নওগাঁ সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মোহাম্মদ আবু জাফরের পুত্র আনোয়ার হোসেনকে ঘিরে ধরে কিল ঘুষি মারতে থাকেন সেই সাথে প্রাণনাশের হুমকি দিয়ে ১শত টাকা মূলের ৩টি ফাঁকা ষ্টামে সহি ও চেক ছিনিয়ে নিয়েছে, অভিযোগ সুত্রে জানা গেছে। আরোও জানা যায়, গত ৩১ আগস্ট দুপুর ২ ঘটিকায় এ ঘটনা ঘটে, সহি করতে রাজি না হওয়ায় ছুরি বের করে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করে ভুক্তভোগীকে ও ভুক্তভোগীর মানি ব্যাগে থাকা, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নওগাঁ ব্রাঞ্চ এর চেক ২ লক্ষ ৫০ হাজার টাকা এমাউন্ট বসানো তারিখ বিহীন ছিনিয়ে নিয়েছেন প্রতিপক্ষরা। ভুক্তভোগী ও প্রতিপক্ষদের মধ্যে পারিবারিক কোলহের জের ধরে এমন ঘটনা এর আগে ও ঘটিয়েছে প্রতিপক্ষরা, এ বিষয়ে নওগাঁ আদালতে গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মামলা দায়ের হয়েছে, মামলা নং হলো ৪০৯মিছ/২০২১। ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, প্রতিপক্ষরা আমাকে মামলা উঠিয়ে নিতে ও আমার পরিবারের সদস্যদের গুম ও প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন।

দেখা হয়েছে: 159
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪