|

কুচুরিপানায় ভরেগেছে বাগমারার বারনই-ফকিরানী নদী

প্রকাশিতঃ ৬:৫৮ অপরাহ্ন | মার্চ ২২, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া কুচুরীপানায় ভরে গেছে ফকিরানী- বারনই নদীর প্রায় শতাধিক কিলোমিটার নৌপথ। র‌্যাবার ড্যামের কারণে এই দুই নদীতে গড় পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফিট থাকলেও কচুরীপানার কারণে স্থানীয় ভাবে এই নৌপথ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এবং নদি দুটি মাঝে মাঝে সুতি জালের বেড়া দেয়ার কারনে কুচুরীপানা নামতে পারছেনা। ফলে ইট পাথর বালি সিমেন্টসহ বিভিন্ন পন্য আনা নেওয়ার কাজে সড়ক পথ ব্যবহারে ব্যবসায়ীদের খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুন। বাগমারা কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন প্রকল্প(বিএমডিএ) সূত্রে জানা গেছে, নওগাঁর আত্রাই নদীর একটি শাখা মান্দার জোতবাজার হয়ে বাগমারায় প্রবেশ করেছে ফকিরানী নদী নাম ধারন করে। নদীটি বাগমারা থানা সংলগ্ন স্থানে বারনই নদীতে মিশেছে। মান্দা থেকে বাগমারা থানা পর্যন্ত নদীর দৈর্ঘ প্রায় বিশ কি:মি:। পরে বারনই নদীটির পূর্ব অংশ বাগমারার তাহেরপুর, পুঠিয়ার সাধনপুর,নাটোরের নলডাঙ্গা সিংড়া ও পাবনার ভাঘাবাড়ি হয়ে যমুনা নদীতে মিশেছে এবং পশ্চিম অংশ রাজশাহীর নওহাটা হয়ে মিশেছে পদ্মা নদীতে। নদীটির এই উভয় অংশের দৈর্ঘ প্রায় ৮০ থেকে ৯০ কি:মি:। দীর্ঘ এই নদী পথ এখন কচুরীপানায় ভরপুর। ফলে এখানকার নৌপথ এখন অচল। এর আগে নৌপথ ধরে সুদুর রাজশাহী,নওগাঁ,নাটোর ও পাবনায় এই চার জেলার মদ্যে অতি সহজে নৌপথে ধান,পেয়াজ,পান,কাচা সবজি, ইট বালি সিমেন্টসহ বিভিন্ন ভারি পন্য অতি সহজে ও কম খরচে আনা নেওয়া করা যেত। এখন কচুরীপানায় কারণে এসব পন্য এখন সড়ক পথে আনা নেওয়া করতে হচ্ছে। এতে নৌপথের তুলনায় খরচ অনেক বেশি হচ্ছে। বাগমারার তাহেরপুর ও ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, তারা রাজশাহী,নাটোর ও নওগাঁ থেকে বিভিন্ন পন্য এই নৌপথে আনা নেওয়া করত। এখন কচুরীপানার কারণে নদী পথে আর নৌকা চলাচল করতে পারে না। ফলে তাদের সড়ক পথে এসব পন্য আনা নেওয়া করতে হয়। স্থানীয় কৃষকরা জানান, আগে এই সময়ে উভয় নদী সম্পর্ণ শুকিয়ে যেত। পরে পুঠিয়া উপজেলার জগদেশপুর রাবারড্যাম দেওয়ার কারণে এই নদীতে সারা বছর পানি থাকে। ফলে তারা আনায়াসে সেচ কাজ চালাতে পারেন। আবার অনেকে নদীর পানি পুকুরে নিয়ে গিয়ে মাছ চাষেরও সুবিধা ভোগ করছেন। বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের (বিএমডিএ)’র উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, রাবার ড্যামের কারণে পানি স্থির থাকায় কুচুরীপানা হয়েছে। রাবারড্যাম খুলে দিলে নদীতে স্রোত সৃষ্টি হলে কুচুরীপানা আর থাকবে না। তবে রাবারড্যামের কারণে নদীতে এখন সারা বছর পানি থাকায় কৃষি ও মাছ চাষে এলাকার লোকজন ব্যাপক উপকৃত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।#

দেখা হয়েছে: 350
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪