|

নড়াইলে সাংবাদিকে লাঞ্চিত করে জোরপূর্বক ক্যামেরা ছিনতাই

প্রকাশিতঃ ৮:১৪ অপরাহ্ন | এপ্রিল ১৬, ২০১৮

ক্যামেরা-ছিনতাই-Hijacking the camera for assaulting journalist in Narail

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইল সদর উপজেলার শেখহাটী গ্রামে সরকারি গাছ কর্তনের সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী আনোয়ার হোসেন ও তার সহযোগীদের হাতে দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেম লাঞ্চিত হয়েছেন। সাংবাদিককে টানা হেচড়া ও কিলঘুষি মারার সময় তার কাছ থেকে হামলাকারীরা ২০হাজার টাকা কেড়ে নেয়।

সন্ত্রাসীরা সাংবাদিক আবুল কাশেমকে শারিরিক ভাবে লাঞ্চিত করে ক্ষান্ত হয়নি, গাছ কাটার সচিত্র ঘটনা লোক চক্ষুর আড়াল করার জন্য সাংবাদিকের ক্যামেরটিও জোরপূর্বক ছিনতাই করে নিয়ে গেছে।

হামলার শিকার সাংবাদিক আবুল কাশেম জানান, শুক্রবার সদর উপজেলার শেখহাটী গ্রামে তুলারামপুর-শেখহাটী সড়কের পাশের সরকারি গাছ কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অফিসের নির্দেশ পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সেখানে উপস্থিত হন। এ সময় কয়েকটি গাছ কাটার ছবি ক্যামেরাবন্দী করেন।

সাংবাদিকের উপস্থিতি ও সরকারি গাছ কাটার ছবি ক্যামেরাবন্দীর বিষয়টি টের পেয়ে ঘটনার সাথে জড়িত স্থানীয় আব্দুল ওহাবের ছেলে সন্ত্রাসী আনোয়ার হোসেন, মিজানের ছেলে রাসেল ও মোশারফ হোসেনের ছেলে আলমসহ অজ্ঞাতনামা ৬-৭ জন দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেমের উপর অতর্কিতে হামলা চালিয়ে সাংবাদিককে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এ সময় কাশেমের হাতে থাকা একটি দামি ক্যামেরা ও পত্রিকার প্রেসে দেয়ার জন্য কাশেমের কাছে রক্ষিত ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় শুক্রবার (১৩ এপ্রিল) নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, স্থানীয় সন্ত্রাসী আনোয়ার হোসেন শেখহাটী ইউনিয়নের গাছচোর চক্রের মূল হোতা। বিভিন্ন অপকর্মের হোতা সন্ত্রাসী আনোয়ার ও তার সহযোগী রাসেল এবং আলমকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও খাস জমি থেকে দীর্ঘদিন ধরে সরকারী গাছ চুরি করে তা বিক্রি করে আসছে বলেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। সরকারি গাছ কেটে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন তাদের প্রধান পেশা। কেউ এ কাজে বাঁধা দিলে তার উপর নেমে আসে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি। ওই সন্ত্রাসী চক্রের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে নিরীহ লোকজন মুখ খুলতে সাহস পান না।

এদিকে দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল কাশেমের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিডি খবর পত্রিকা পরিবারসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

দেখা হয়েছে: 393
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪