|

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শরীয়তপুরে অনশন

প্রকাশিতঃ ৮:৫৭ অপরাহ্ন | অক্টোবর ১৪, ২০২৩

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শরীয়তপুরে অনশন

মোঃ মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে অনশন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

জেলা বিএনপির আয়োজনে শনিবার ১৪অক্টোবর বেলা ১১টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত, জেলা সদরের রানী মহলে এই অনশন পালন করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর উপস্থিতিতে অনশন পালন করা হয়, এতে জেলার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অংশ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সহ- সভাপতি শাহ্ আব্দুস ছালাম সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এড. জাহাঙ্গীর আলম কাশেম, এড.লুৎফর রহমান ঢালী, এড.কামরুজ্জামান শাহ আলম, এড. লোকমান হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন মাঝী, যুবদল নেতা আজাদ মাল, মহসিন হাওলাদার, জয়নাল হাওলাদার, হোসেন মৃধা, জেলা ছাত্রদল নেতা আবুল খায়ের খান, পারভেজ খান, পান্থ তালুকদার, দেলোয়ার তালুকদারসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় অনশন কর্মসূচীর সভাপতির বক্তব্যে সরদার একেএম নাছির উদ্দীন কালু বলেন,বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, সরকারকে বলতে চাই দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন, অন্যাথায় বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে জনগন আপনাদের ক্ষমা করবেনা। এছাড় তিনি আরো বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যাথায় বিএনপি জানে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়।

তাছাড়া অন্যেন্য নেতৃবৃন্দের বক্তব্যে বলেন, এই অবৈধ সরকার পদত্যাগ না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ারী দেন।

দেখা হয়েছে: 89
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪