|

গৌরনদীতে গরীবের ডা.রনবীরের মৃত্যুতে নাগরিক শোকসভা

প্রকাশিতঃ ১১:৩৯ অপরাহ্ন | জানুয়ারী ২৫, ২০১৯

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

এশিয়ার অন্যতম বৃহত চিকিৎসা সেবা কেন্দ্র ঐতিহ্যবাহি বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তার খ্যাত ডাঃ দাস রনবীরের অকাল মৃত্যুতে শুক্রবার বিকেলে বিল্লগ্রাম বাজারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বর্গীয় চিকিৎসকের গ্রামের বাড়ি বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

ডাক্তারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী পুলিশ সুপার (নড়াইল) রিপন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক কাজী আল-আমিন, প্রভাষক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ব্যবসায়ী স্বজল ঘোষ, প্রনব রঞ্জন দত্ত বাবু, কাজল গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। সভার শুরুতে গরীবের ডাক্তার দাস রনবীরের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ডাঃ দাস রনবীরের নামে বিল্বগ্রাম হাটে স্মৃতিফলক নির্মানের ঘোষণা দেন।

দেখা হয়েছে: 723
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪