|

গাইবান্ধায় ইয়াবাসহ গুলিবিদ্ধ মাদক সম্রাট আটক

প্রকাশিতঃ ৩:৫৭ অপরাহ্ন | নভেম্বর ১৩, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:

গাইবান্ধা পৌর এলাকার বানিয়ারজানে পুলিশের মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহীদুল ইসলাম ওরফে শহীদ নামে এক মাদক সম্রাট গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুই গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্য আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, শহীদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের মৃত আকবর আলীর ছেলে। সে শহরের শাপলামিল এলাকায় বিশাল বাড়ি নির্মাণ করে ওই বাড়ি থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে গাইবান্ধা জেলায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ডিবি পুলিশের একদল সদস্য মাছ ধরার জন্য জেলে সেজে কামারজানি এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে নিজ বাড়ীর ঘরের মেঝে খুড়ে ১২০০ পিস ইয়াবা ও কয়েক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন,শহিদুলের দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বানিয়ারজান এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। সেখানে কতিপয় মাদক ব্যবসায়ী শহীদুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়।

এ সময় শহীদুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং দুই পুলিশ সদস্য আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদুলে বিরুদ্ধে সদর থানা দুটি মামলা হয়েছে।

Aporadh Barta Add

দেখা হয়েছে: 498
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪