|

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিতঃ ৮:৪০ অপরাহ্ন | অক্টোবর ২৮, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় ছিন্নমূল মহিলা সমিতি ওই কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী রোডস্থ ছিন্নমূল মহিলা সমিতিতে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পরে ছিন্নমূল মহিলা সমিতি মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ একরামূল হক খানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব ডিডি এলজি মোছা. রোখছানা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক মো. মেহেদী আকতার, গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রউফ, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মুর্শিদুর রহমান খান, ব্র্যাক প্রতিনিধি অমল কুমার দাম, ফ্রেন্ডশীপ প্রতিনিধি মো. আবদুস সালাম, ছিন্নমূল মহিলা সমিতির প্রোগ্রাম অফিসার এবিএম মাসুদুন্নবী প্রামাণিক লিপন, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমূখ।

দেখা হয়েছে: 327
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪