|

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শিক্ষা কনভেনশন

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৬, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : পিইসি, জেএসসি পরীক্ষা বাতিলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে শিক্ষা কনভেনশনে আলোচনায় অংশ নেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বাকশিস এর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, অভিভাবক আফরুজা বেগম লিলি প্রমুখ।

বক্তারা পিইসি, জেএসসি পরীক্ষা বাতিলসহ শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষা সংকোচননীতি এবং স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন ফি বৃদ্ধির চক্রান্ত বন্ধসহ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কোচিং ও ভর্তি বাণিজ্য বন্ধ, স্কুলকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করা, শিক্ষক সমাজের উপযুক্ত বেতন, সামাজিক মর্যাদা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক ও কার্যকর আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

দেখা হয়েছে: 298
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪