|

গাভী পালন করে স্বাবলম্বী বাগমারার ছাত্রলীগ নেতা মজিদ

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ন | মার্চ ১৪, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
বিদেশী গাভী পালন করে স্বাবলম্বী হয়েছেন রাজশাহীর বাগমারার এক ছাত্রলীগ নেতা। তিনি আব্দুল মজিদ ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক। আব্দুল মজিদ তার নিজ গ্রাম ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লায় ছোট পরিসরে বিদেশী গাভীর খামার গড়ে তুলেছেন। বর্তমানে আব্দুল মজিদের খামারে গাভীর সংখ্যা চারটি। এই চারটি গাভীই অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের । চারটি গাভীর পেটেই এখন বাছুর রয়েছে। প্রায় বছর দেড়েক আগে আব্দুল মজিদ গড়ে একলাখ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা করে গাভীগুলো ক্রয় করেন। বর্তমানে এসব গাভীর বাজার মূল্য আড়াই থেকে সাড়ে তিনলাখ টাকা হবে বলে জানান আব্দুল মজিদ। তবে আব্দুল মজিদ গাভী গুলোর বাছুর প্রসব পর্যন্ত খামারে রাখেননা তার আগেই বিক্রি করে দিয়ে আবারও বকনা জাতের বিদেশী গরু কিনে খামারে লালনপালন করেন। এভাবেই টিকিয়ে রেখেছেন আব্দুল মজিদ তার বিদেশী গাভীর খামার। এভাবে গাভী পালন করে সকল খরচ বাদে বছরে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভ টিকে । আবদুল মজিদ তার খামার আরো বড়ো করার পরিকল্পনা করছেন। যাতে বিশ পঁচিশটি গরু আনায়েসে পালন করা যায়। শুধু গাভী পালনই নয় আব্দুল মজিদ একজন মৎস চাষীও । তার নিজস্ব সহ লীজ নেওয়া মিলে প্রায় ৫০/৬০ বিঘা আয়তনের পুকুর রয়েছে। এখানেও তিনি সফলতার সাথে মাছ চাষ করে বছরে কমপক্ষে আরো তিন লক্ষ টাকার মত মুনাফা করে থাকেন। একই কলেজের ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন জানান, কর্ম উদ্যোমী আব্দুল মজিদ যে কাজে হাত দেন সেখানেই সফলতা লাভ করেন। বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার জানান, আব্দুল মজিদ রাজনীতিতে যেমন সফল খামারী ও মৎসচাষী হিসাবেও তেমন সফলতা অর্জন করে চলেছেন। ছাত্রলীগে নেতা জেবাল আহম্মেদ ও সান্টু সহ একাধিক নেতা কর্মীরা জানান, মজিদ ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা ও গণসংযোগ শুরু করেছেন। তাদের মতে আজকের ছাত্ররাজনীতিতে মজিদ ভাইয়ের মত সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তা খুবই প্রয়োজন।

দেখা হয়েছে: 268
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪