|

গুণিজনদের সম্মান দেখালে জাতিকেই দেখানো হয়: বেনজীর

প্রকাশিতঃ ১১:১২ অপরাহ্ন | মে ২০, ২০১৯

গুণিজনদের সম্মান দেখালে জাতিকেই দেখানো হয় বেনজীর

গোপালগঞ্জ প্রতিনিধিঃ র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, গুণীজনকে সম্মান দেখালে জাতিকেই দেখানো হয়। আমরা যদি গুণীজনদের খুঁজে বের করি। তাদের সম্মান দেখাই, তাহলে জাতিকেই সম্মান দেখানো হয় এবং তা জাতিকে সমৃদ্ধ করে।

গুণীজনরা তাদের কাজের স্বীকৃতি পেলে আরো ভালো করেন, অন্যদেরও উৎসাহ বাড়ে। গত রোববার বিকেলে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি মিলনায়তনে গুণীজনকে সম্মাননা পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, আমরা কখনো পরাজিত হইনি, আগামীতেও হবো না। সাহসীকতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সম্মাননা পদক পেলেন ১০ জন গুণী ব্যক্তি। শেখ ফজলুল হক মণি মিলনায়তনে এই সম্মাননা পদক প্রদান করা হয়।

গুণিজনদের সম্মান দেখালে জাতিকেই দেখানো হয় বেনজীর

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মো. সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল, সাংষ্কৃতিক ব্যক্তিবর্গ, সুধি সমাজ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পরে ২০১৮-১৯ সালের ১০ জন গুণী শিল্পীর হাতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক, সনদপত্র তুলে দেয়া ও উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। ২০১৮ সালের পাঁচজন গুণী সাংষ্কৃতিক ব্যক্তিত্ব হলেন- সৃজনশীল সংগঠনে গাজী মুস্তাফিজুর রহমান দিপু, কণ্ঠ সংগীতে দুলাল দাস, সৃজনশীল সাংস্কৃতিক গবেষক রবীন্দ্রনাথ অধিকারী, আবৃত্তিতে মাহবুবুর রহমান ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থা।

২০১৯ সালের পাঁচজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেন- সৃজনশীল সংগঠনে মো. নাজমুল ইসলাম, কণ্ঠসঙ্গীতে শাহনাজ রেজা এ্যানী, সৃজনশীল সাংস্কৃতিক গবেষক গাজী লতিফ, আবৃত্তিতে ঠাকুর বিশ্বরাজ গোস্বামী ও নাট্যকলায় মাসুম হাসান।

দেখা হয়েছে: 403
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪