|

গোদাগাড়ীতে গম কালোবাজারির প্রধান আসামী নওগাঁ থেকে গ্রেপ্তার

প্রকাশিতঃ ৬:৪৯ অপরাহ্ন | মে ২৬, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২০ মেট্রিক টন গম জব্দের ১৭ দিন পর এর মালিককে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের এক বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়। গ্রেপ্তার ব্যবসায়ীর নাম আতাউর রহমান ওরফে আতা (৫৫)। কাঁকনহাট পৌরসভার রসুলপুর কুমেদপুর দীঘিপাড়া মহল্লায় তাঁর বাড়ি। তিনি আওয়ামী লীগের নেতা। গত ৮ মে রাতে আতাউরের বাড়ি থেকে ২০ টন গম জব্দ করে পুলিশ। খাদ্য অধিদপ্তরের বস্তায় চারটি ট্রলিতে ছিল গমগুলো। প্রতিটি ট্রলিতে ছিল ৫ টন। মোট ২০ টন গমের আনুমানিক দাম আট লাখ টাকা। কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যখন আতাউরের বাড়িতে অভিযান চালায়, তখনই তিনি পালিয়ে যান। এরপর পুলিশ গমগুলো জব্দ করে নিয়ে যায়। পরদিন কালোবাজারির অভিযোগে গোদাগাড়ী থানায় একটি মামলাও করা হয়। অবশেষে এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলো। কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, আতাউরকে গ্রেপ্তারের জন্য কয়েকদফা অভিযান চালানো হয়। কিন্তু তিনি বার বার অবস্থান পরিবর্তন করছিলেন। তাঁকে ধরা যাচ্ছিল না। অবশেষে নওগাঁ সদর থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নওগাঁয় পরিচিত এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউর রহমান জানিয়েছেন, তিনি পঞ্চগড় থেকে গমগুলো কিনে ট্রাকে করে কাঁকনহাটে আনেন। এরপর ট্রাক থেকে নামানোর পর আলাদা খাদ্য অধিদপ্তরের বস্তায় ভরে গমগুলো ট্রলিতে তুলে রেখেছিলেন। পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘গমগুলো কালোবাজারির জন্য রাখা হয়েছিল। এটা অবৈধ মজুত। তাই জব্দ করা হয়েছিল। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কৃষক নয়, খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজসে ব্যবসায়ীরাই এখন বাইরে থেকে নিম্নমানের গম সংগ্রহ করে এনে গুদামে দিচ্ছেন। গুদাম থেকে ব্যবসায়ীদের খাদ্যবিভাগের সিলযুক্ত বস্তাও সরবরাহ করা হচ্ছে। এই বস্তায় ভরে ব্যবসায়ীরা গম দিচ্ছেন। এতে তাঁরা লাভবান হচ্ছেন। আতাউরের বাড়ি থেকে জব্দ করা গমগুলোও খাদ্যগুদামে ঢোকানো হতো। তিনি গুদামে ধানও ঢোকান। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, এই বিষয়টা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে গমগুলো অবৈধ বলেই তো আতাউর পালিয়ে ছিলেন। তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, যেদিন গম জব্দ করা হয় সেদিন পুলিশের উপস্থিতি টের পয়ে ট্রলি চালকেরা পালিয়ে যায়। তখন মূল হোতা আতাউর না এসে তার প্রতিনিধি হিসেবে কাঁকনহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোর্তুজা শেখ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন, বর্তমান পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী চয়ন ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি খাত্তাব পুলিশের নিকট একটি ভূয়া বিল ভাউচার দাখিল করেছিলেন। এদিকে আতাউরকে গ্রেপ্তার করায় কাঁকনহাটের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর বলেন, আতাউর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন। দলীয় শৃংখলা ভঙ্গ, দূর্নীতি ও কালোবাজারীর জন্য তাকে দল থেকে বহিস্কার করা হবে। আর এই কাজের সাথে কারা কারা সম্পৃক্ত রয়েছেন বের হয়ে আসলেই দল ব্যবস্থা নেবে। কাঁকনহাটের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কল্লোল হোসেন ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, আতাউর এর আগেও সরকারী চাল কালোবাজারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তারা এই কালোবাজারির শাস্তি দাবি করেন।#

দেখা হয়েছে: 206
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪