|

গোদাগাড়ীতে ঘুষ নেয়ার সময় সমবায় কর্মকর্তা আটক

প্রকাশিতঃ ৪:৪৩ অপরাহ্ন | মে ১৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাস ঘুষের টাকাসহ দুদকের হাতে অবশেষে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সমবায় কার্যালয় থেকে ঘুষের টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মুর্শেদ আলমের সার্বিক ত্বাবধানে ও উপ পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন একটি দল ঘুষের টাকা গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করেন। এবিষয়ে দুদকের সহকারী পরিচালক আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোদাগাড়ীর কয়েকজন মৎস্যচাষী একটি সমবায় সমিতি খোলেন। এর নিবন্ধনের জন্য তারা গত সোমবার উপজেলা সমবায় কর্মকর্তার কাছে আবেদন করেন। কিন্তু সমবায় কর্মকর্তা ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। মৎস্যচাষীরা সেদিন সমবায় কর্মকর্তার দপ্তরে ৭ হাজার টাকা ঘুষ দিলেও নিবন্ধনের কাজ হয়নি। সমবায় কর্মকর্তা আরও ৮ হাজার টাকা ঘুষের জন্য আবেদনপত্রে সই করছিলেন না। বাধ্য হয়ে গোদাগাড়ী সরমংলা একতা মৎস্যচাষী সমবায় সমিতির সভপতি দুদকে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ আমলে নিয়ে কমিশন থেকে বিশেষ টিম গঠন করে বিষয়টি তদন্ত শুরু করেন। এবং সেই মতাবেক গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম মঙ্গলবার সকাল থেকে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেয়। এবং সরমংলা একতা মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ৮ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এরপর এই টাকা গ্রহণের সময় তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে ঘুষ নেওয়ার অভিযোগে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।তবে জেলার
বাগমারা,দুর্গাপুর,পুঠিয়া,তানোর,গোদাগাড়ী,মোহনপুর,পব,চারঘাট ও বাঘা উপজেলায় ভুুমি,শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে ঘুষ বানিজ্য চললেও দেখার কেউ নাই। যদি দুদকের এই অভিযান অব্যাহত থাকে তাহলে রাজশাহীতে ঘুষ দুর্নীতি মুক্ত হবে বলে মনে করছেন সচেতন মহল।#

দেখা হয়েছে: 313
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪