|

গোদাগাড়ীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ নিহত ৬

প্রকাশিতঃ ৫:৫৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের কাদিরপুর এলাকায় মর্মান্তিক এ সড়ক র্দঘটনা ঘটে। নিহতরা হলেন,রাজশাহীর মুন্নাফের মোড় এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী আকাশের,তার স্ত্রী হাসনারা (৩৫), মেয়ে মুসফিরা (৮) ও চার মাসের ছেলে হাসান আল আদিব, গোদাগাড়ীর কেল্লাবাড়ইপাড়ার রমজানের স্ত্রী আসিয়া (৩০) এবং প্রাইভেট কারের চালক মহানগরীর মেহেরচণ্ডী এলাকার মাহবুবুর রহমান (৪০)। এঘটনায় গুরুতর আহত রমজান ও তার দুই বছরের মেয়ে রাফিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) প্রাইভেটকার যোগে গোদাগাড়ীতে বিয়ে দাওয়াত খেতে যাচ্ছিল। গোদাগাড়ী মডেল থানার (ওসি) খাইরুল ইসলাম জানান,রাজশাহী থেকে প্রাইভেট কারটি গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। ওই প্রাইভেটকারে তিন শিশুসহ আটজন যাত্রী ছিল। কাদিরপুরে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পুরে স্থানীয় লোকজন ও দকমল র্কর্মীরা গুরুতর আহত তিন শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ গুলো থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান,দুর্ঘটনার আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুই শিশু ও একজন নারী মারা যায়। আর দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থাও গুরুত্বর বলে জানান তিনি। এবিষয়ে রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান,রাজশাহী থেকে ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) একটি প্রাইভেটকার যোগে গোদাগাড়ীতে আত্য়ীর বিয়ে দাওয়াত খেতে যাচ্ছিল যাত্রীরা। এসময় গোদাগাড়ীর কাদিরপুর নামক স্থানে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে রামেক হাসপাতালে ভর্তি করার পর আরো তিনজনের মৃত্যু হয়।

দেখা হয়েছে: 258
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪