|

গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার প্রার্থী বিশ্বাসের মোটরসাইকেল শোডাউন

প্রকাশিতঃ ৪:২০ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০২১

গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার প্রার্থী বিশ্বাসের মোটরসাইকেল শোডাউন

সারোয়ার হোসেন, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত মেয়র পদপ্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ২৭ জানুয়ারী বুধবার দুপুরে গোদাগাড়ী ডাইংপাড়া মোড় থেকে প্রায় হাজার খানের মোটরসাইকেল নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা পরিষদে গিয়ে এ শোডাউন শেষ করা হয়।

এসময় উক্ত শোডাউনে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাওসার মাসুম, উপজেলা ছাত্র লীগের সভাপতি পারভেজ মোশারফ বাবু, পৌর ছাত্র লীগের সভাপতি হামিদ রানা, ছাত্র লীগ নেতা ইয়াসির আরাফাত, মাসুদ রানা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সন্ধ্যায় গোদাগাড়ী মেডিকেল মোড়ে গোদাগাড়ী পৌর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন নয়নের সভাপতিত্বে ও ছাত্র লীগ নেতা বাবুল হোসেন বাবুর সঞ্চলনায়  আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাসের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস।

উক্ত উঠান বৈঠক সভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত গোদাগাড়ী পৌরসভার উন্নয়নে আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী হিসাবে নৌকা মার্কায় আমাকে আপনাদের মূল্যবান ভোট দিন। আমি মেয়র নির্বাচিত হলে গোদাগাড়ী পৌরসভার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো। তাই আগামী ১৪ই ফ্রেব্রুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে পৌরবাসীর পাশে থেকে সেবা করার সুযোগ দিন বলে উঠান বৈঠকে উপস্থিত পৌরবাসীকে আহবান জানান তিনি।

দেখা হয়েছে: 385
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪