|

গৌরীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

প্রকাশিতঃ ৮:৫৬ অপরাহ্ন | নভেম্বর ৩০, ২০২০

গৌরীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

আরিফ আহম্মেদ॥ ময়মনসিংহ গৌরীপুরে ২০২০-২১ অর্থ বছরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ধানের প্রণোদনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন খান।

আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা প্রমুখ। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ৪ হাজার ৩৫০ জন কৃষককে উন্নতমানের হাইব্রীড জাতের ধান বীজ প্রণোদনা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির ভাষণে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন- বাংলাদেশ আজ কৃষিতে স্বনির্ভর থাকার কারণেই করোনার মতো মহামারিতেও দেশের মানুষ বিপদমুক্ত আছে। সবাই তিনবেলা খেতে পারছে, দেশের অর্থনীতি স্বাভাবিক
আছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার দূরদর্শীতার কারণে কৃষিতে আজ দেশ স্বনির্ভর হয়েছে। সরকার প্রতিমাসে ৪০ হাজার পরিবারের ১ লাখ ২০ হাজার মানুষকে মাত্র ১০টা কেজিতে চাল দিচ্ছে। করোনায় যাতে বীজ ধান কিনতে কৃষকের কষ্ট না হয় তাই বিনামূল্যে বীজ ধান দিচ্ছে, সার দিচ্ছে। প্রধানমন্ত্রী সকল শ্রেণির মানুষের কথা চিন্তা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল আলম।

দেখা হয়েছে: 212
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪