|

গৌরীপুরে কৃষি প্রণোদনায় বীজ ও সার পেলেন ২৭৫ জন কৃষক

প্রকাশিতঃ ৪:৪০ অপরাহ্ন | নভেম্বর ১২, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহ॥
ময়মনসিংহ গৌরীপুরে সোমবার (১২ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ২৭৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। ওইদিন দুপুরে কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, অরুনিমা কাঞ্চি, সুপ্রভা শাওন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ডিকেআইবির উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান সরকার, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, শরিফুল ইসলাম প্রমুখ।
কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার জানান, এ কর্মসূচীর আওতায় উপজেলার ২৪০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বোর ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৩৫ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

দেখা হয়েছে: 702
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪