|

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১:৩৪ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ১৬, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর॥
জাতীয় পর্যায়ে অনুষ্টিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ময়মনসিংহ গৌরীপুর শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়। ফাইনালে গৌরীপুর পৌরসভা ও ২নং গৌরীপুর ইউনিয়নের মধ্যে তুমুল লড়াইয়ের পর ট্রাই ব্রেকারে ২নং গৌরীপুর ইউনিয়ন বিজয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ।


গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা আওয়ামলীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ,গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, গৌরীপুর থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল মুন্নাফ, পৌর প্যানেল মেয়র-১ জনাব দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, ২নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জনাব মোঃ মোফাজ্জল হোসেন খান, পৌর কাউন্সিলর জনাব মোঃ আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনামুল হক সরকার, ইউপি মেম্বার জনাব এখলাছ উদ্দিন নয়ন, ২নং গৌরীপুর ইউনিয়ন ফুটবল দলের টিম ম্যানেজার জনাব মোঃ কামাল হোসেন ও কোচ প্রদীপ বাগচী, যুবলীগ নেতা জনাব সৈকত আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১টি ফুটবল টিম এ টুর্নামেন্টের খেলায় অংশগ্রহন করে। প্রতিটি দলের সার্বিক সহযোগিতায় থাকেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগন ও পৌরসভার ক্ষেত্রে পৌর মেয়র। নক আউট পদ্ধতিতে উক্ত খেলা পরিচালিত হয়।

দেখা হয়েছে: 565
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪