|

গৌরীপুরে বিতর্কিত ডিলার পল্লবের ডিলার শিপ বাতিল

প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ন | এপ্রিল ১৪, ২০২০

গৌরীপুরে বিতর্কিত ডিলার পল্লবের ডিলার শিপ বাতিল

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজি চাল বিক্রিতে ব্যাপক দুর্নীতি প্রমাণিত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পরিবেশক রুকুনুজ্জামান পল্লবের জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার।

স্থানীয়রা জানান, ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব আরিয়ান ট্রেডার্সের প্রোপাইটর কারচুপির মাধ্যমে স্থানীয় অর্ধশতাধিক হতদরিদ্রের কার্ডের বরাদ্দকৃত চাল প্রায় চার বছর ধরে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। এ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ধশতাধিক মানুষ এ কর্মসূচীর তালিকাভুক্ত হওয়ার বিষয়টি তারা জানতেন না।

চলতি বছর ডিলারের দোকানের সামনে উপকারভোগীদের তালিকা টানানোর ফলে চার বছর পর জানতে পারেন তারা এ কর্মসূচীর তালিকাভুক্ত উপকারভোগী।

নিজের কাছে কার্ড রেখে চার বছর ধরে অর্ধশত কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল গোপনে কালোবাজারে বিক্রি করে আসছিলেন ডিলার পল্লব। দুর্নীতির ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী হতদরিদ্ররা ডিলারের দোকান ঘেরাও করে বিক্ষোভের পর শনিবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

এদিকে এ দুর্নীতির ঘটনাটি অপরাধ বার্তা ডট কম এ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, ভুক্তভোগী হতদরিদ্রদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে খাদ্যবান্ধব কর্মসূচীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নির্দেশে সোমবার উল্লেখিত ডিলারকে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন তিনি।

পরে ডিলারের জবাব সন্তোষ জনক না হওয়ায় ও তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মঙ্গলবার বিকেলে জামানত বাজেয়াপ্তসহ ওই ডিলারের ডিলারশিপ বাতিল করেন তিনি।

দেখা হয়েছে: 433
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪