|

গৌরীপুরে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | মে ০৮, ২০২১

গৌরীপুরে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার (৮ মে) সকাল ১১ টায় গৌরীপুর খাদ্য গোদামে এ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।

প্রথমদিন উপজেলার দাড়িয়াপুর গ্রামের কৃষক আমির আলীর ধান ক্রয়ের মাধ্যমে গৌরীপুরে বোরো সংগ্রহ অভিযান শুরু করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সদস্য ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, গৌরীপুর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, শ্যামগঞ্জ খাদ্য গোদামের কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেল, স্থানীয় মিলার মালিক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা তাতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান টিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহীন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা উমর ফারুক স্বাধীনসহ স্থানীয় সাংবাদিক ও মিলার মালিকগণ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান- বোরো মৌসুমে এ উপজেলার দুটি গোদামে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯০০ মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৯ হাজার ৯৬৮ মেঃ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গৌরীপুরে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দেখা হয়েছে: 248
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪