|

গৌরীপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বিক্রেতার চুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিতঃ ১২:১৮ পূর্বাহ্ন | মে ১৯, ২০১৯

গৌরীপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বিক্রেতার চুরিকাঘাতে যুবক খুন

আরিফ আহমেদ, গৌরীপুরঃ ময়মনসিংহ গৌরীপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাদক বিক্রেতার চুরিকাঘাতে নুরুজ্জামান জনি (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এলাকায় প্রতিবাদী যুবক হিসাবে পরিচিত জনি সবসময়েই স্থানীয় মাদক বিক্রেতা নুরু মিয়া (৪৫) ও তার সহযোগিদের মাদক বিক্রিতে বাঁধা দিতেন।

প্রায় একবছর পূর্বে মাদক বিক্রির সময় নুরু মিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দেয় জনি, এ ঘটনার পূর্ব শত্র“তার জেরে শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮ টার সময় উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা বাজারে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্দ জনতা ওইদিন রাত ১০টার দিকে হত্যাকান্ডে জড়িতদের বাড়ি-ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে।

নিহত জনি মাওহার কুমড়ী গ্রামের মৃত সিদ্দিকুর রহমান মাস্টারের একমাত্র ছেলে। সে সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোরগঞ্জে একটি সিমেন্ট কোম্পানীতে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নহাটা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী নূরু মিয়ার সাথে পূর্ব শত্র“তার জেরে প্রায় এক বছর ধরে জনির বিরোধ চলছিল। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে গৌরীপুর থানায় পাল্টাপাল্টি মামলাও রয়েছে। ঘটনারদিন ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে নহাটা বাজারে রুকন মিয়ার চায়ের দোকানে বসে ছিল জনি।

এসময় মাদক ব্যবসায়ী নূরু মিয়ার নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র লোক পরিকল্পিতভাবে জনিকে ডেকে নিয়ে সুজন মাহমুদের কম্পিউটারের দোকানের সামনে তার ওপর অতর্কিতে হামলা চালায়।

এসময় জনির বুকে ছুরিকাঘাত ও মুখে ক্ষুর দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়। প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে জনি দৌঁড়ে গিয়ে বাজার সংলগ্ন স্থানীয় খোকন মিয়ার পুকুর পাড়ে ওঠেন। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

এদিকে জনির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত ১০ টার দিকে বিক্ষুব্দ শত শত জনতা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নূরু মিয়া, কাঞ্চন মিয়া, জিলু মিয়া, শিরু মিয়া, মোজাম্মেল, শামছু, হেলিম ও আব্দুল খালেকের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়।

নিহতের মা ঝরনা খাতুন ও স্বজনরা জানান, জনি মাওহা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাস করেন। বর্তমানে তিনি একজন ন্যাশনাল সার্ভিস কর্মী হিসেবে গৌরীপুর থানায় কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি একটি প্রাইভেট কোম্মপানীতে চাকুরি করতেন।

তারা বলেন, ঘটনার দিন বিকেলে স্থানীয় বৈখেরহাটি বাজারে নূরু মিয়ার সাথে জনির বাকবিতন্ডা হয়। এরপর ইফতার শেষে বাড়ি থেকে কৌশলে মোবাইলে নহাটা বাজারে ডেকে নিয়ে জনিকে পরিকল্পিতভাবে হত্যা করে নূরু মিয়া গংরা।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত জনি ন্যাশনাল সার্ভিস কর্মী হিসেবে গৌরীপুর থানায় কর্মরত ছিলেন। পূর্ব শত্র“তার জের হিসেবে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনারদিন রাতে বিক্ষুব্দ জনতা নূরু মিয়া ও তার সহযোগীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

দেখা হয়েছে: 410
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪