|

গৌরীপুরে ১৭৩তম কাব-স্কাউট ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

প্রকাশিতঃ ৯:২৩ অপরাহ্ন | ডিসেম্বর ২৪, ২০২০

গৌরীপুরে ১৭৩তম কাব-স্কাউট ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

আরিফ আহম্মেদঃ ময়মনসিংহ গৌরীপুরে বাংলাদেশ স্কাউট এর ১৭৩তম কাব-স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক হলে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হাসান মারুফ রাহাত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট, গৌরীপুর উপজেলা শাখার কমিশনার মনিকা পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, বাংলাদেশ স্কাউট, গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কবুলের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন – বাংলাদেশ স্কাউট, ময়মনসিংহ আঞ্চলিক শাখার সহকারী পরিচালক মোঃ একলাছ উদ্দিন, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) ফাতেমা আক্তার খাতুন, জেলা যুগ্ম সম্পাদক ও কোর্স লিডার মোঃ নজরুল ইসলাম, এএলটি প্রশিক্ষক হাসান মাসুদ।

সঞ্চালনায় ছিলেন- বাংলাদেশ স্কাউট, গৌরীপুর উপজেলা শাখার লিডার আনোয়ার হোসেন।

এছাড়াও বাংলাদেশ স্কাউট, গৌরীপুর উপজেলা শাখার গ্রুপ লিডার ও গ্রুপ কমিটির সভাপতি মোঃ মুরাদ হোসেনসহ উপজেলা স্কাউট এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের এ ওরিয়েন্টেশন কোর্স প্রদান করা হয়। সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ব্রিটিশ রাজকীয় সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর ১৯০৭ সালের ০১ আগস্ট ইংল্যান্ডের পোলহারবালে অবস্থিত ব্রাউন্সি দ্বীপে ২১ জন ছেলেকে নিয়ে স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ ব্যাডেন পাওয়েল অব গিলয়েল (বি পি) পরীক্ষা মূলক স্কাউট ক্যাম্পের যাত্রা শুরু করেন। ৯দিন ব্যাপী তিনি ছেলেদের নিয়ে ক্যাম্পে বা তাবুতে অবস্থান করেন।
১৯০৮ সালে ‘স্কাউটিং ফর বয়েজ’ নামে তিনি বই প্রকাশ করেন। স্কাউটিং বিষয়ে বি পি ৩৫টি বই লেখেন।

১৯১০ সালে গার্ল গাইড প্রবর্তিত হয়। ১৯১২ সালে ব্রিটিশ সরকার স্কাউট আন্দোলকে স্বীকৃতি দেয়। ১৯১৬ সালে কাব স্কাউট ও ১৯১৮ সনে রোভার স্কাউট গঠিত হয়। বর্তমানে বিশ্বে ৫০ মিলিয়ন স্কাউট সদস্য রয়েছে।

১৯৪১ সালের ০৮ জানুয়ারি ৮৪ বছর বয়সে কেনিয়ার নাইরোবিতে মৃত্যুবরণ করেন রবার্ট ব্যাডেন পাওয়েল অব গিলয়েল।

দেখা হয়েছে: 229
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪