|

গৌরীপুরে নৌকা বিজয়ের লক্ষ্যে একসাথে কাজকরার প্রতিশ্রুতি

প্রকাশিতঃ ৬:২০ অপরাহ্ন | ডিসেম্বর ০৯, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহঃ
মান অভিমান ভেঙ্গে অবশেষে ময়মনসিংহ ৩, গৌরীপুর আসনে মহাজোটের প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির আমন্ত্রণে রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে আলোচনায় বসেন গৌরীপুর আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয় ও প্রধান নির্বাচনী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন নেতৃবৃন্ধ।

এ সময় নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন- এবারের নির্বাচন আওয়ামীলীগের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় অর্জনের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব, আর সকলে মিলে কাজ করলেই আমরা সে লক্ষ্য অর্জন করতে পারব। তিনি সকল নেতৃবৃন্দকে হাতেহাত মিলিয়ে কাজ করার আহবান জানান।

উপজেলা আওয়মীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধু ভুষন দাস এর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক দোলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম কুমার সরকার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল হাসেম, স্বেচ্ছাসেবকবলীগের সভাপতি সোহেল রানা, পৌর স্বেচ্ছ্বাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তাদির খান পাঠান তুষার, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুস ছামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা সুলতানা কলি, সাধারণ সম্পাদক জয়ন্তীকা রাণী, উপজেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাতেম খান পাঠান (উজ্জ্বল) প্রমুখ।

দেখা হয়েছে: 649
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪