|

গৌরীপুর পৌর গণপাঠাগারের যাত্রা শুরু

প্রকাশিতঃ ১:২৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৩, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহ গৌরীপুর পৌর গণপাঠাগারের “শুভ উদ্বোধন” ২২ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর নিমতলী, অনন্ত সাগরের পূর্ব পাড়ে অবস্থিত পাঠাগার কার্যালয়ে এর শুভ উদ্বোধন করেন গৌরীপুর পৌর গণপাঠাগার এর প্রতিষ্ঠাতা ও গৌরীপুর পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার ফারহানা করিম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা সরকারি গ্রন্থাগার এর লাইব্রেরিয়ান মো. সালেহ উদ্দীন, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নূরুল ইসলাম।


গৌরীপুর পৌর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন- পাঠাগারের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোহসিন মাহমুদ শাহ, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক কবি আওলাদ হোসেন জসীম, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র ভৌমিক, ঈশ্বরগঞ্জ আটারবাড়ি শাখার অগ্রণী ব্যাংক লি. এর সিনিয়র অফিসার মো: রফিকুল ইসলাম, গৌরীপুর লেখক সংঘের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, রিসেন্ট কমপিউটার এর পরিচালক মোমিনুর রেজা বিপ্লব প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর গণপাঠাগারের পরিচালনা কমিটির সহ-প্রধান পরিচালক সত্যেন দাস ও বীর মুক্তিযোদ্ধা মুহা. আব্দুল লতিফ, পরিচালক (অর্থ) মো. এমদাদুল হক, পরিচালক (সাংস্কৃতিক) মো. আমীরুল মোমেনীন, সম্মানিত পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মো. শহীদুল্লাহ ও রাবেয়া খানম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- গৌরীপুর চাঁদের হাট এর শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- গৌরীপুর পৌর গণপাঠাগারের পরিচালক (দপ্তর) আরিফ আহমেদ।

উল্লেখ্য, পাঠাগারটি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ১৩ ঊর্ধ্ব প্রত্যেক ব্যক্তি পাঠাগারের সদস্য পুরণের মাধ্যমে এর প্রাথমিক সদস্য হতে পারবেন।

দেখা হয়েছে: 640
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪