|

গৌরীপুর পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থীর ৪২দফা ইশতেহার ঘোষণা

প্রকাশিতঃ ৮:২৬ অপরাহ্ন | জানুয়ারী ২৯, ২০২১

পৌরসভা নির্বাচন

আরিফ আহম্মেদঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক পথসভায় টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, পৌর এলাকায় জাতীয়ভাবে গ্যাস সংযোগ ও দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত পৌরসভা গড়ার বিশেষ লক্ষ্য নিয়ে ৪২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এ পথসভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

মোঃ শফিকুল ইসলাম হবি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইশতাহেরর বিষয়গুলো বাস্তবায়ন করা কঠিন। তবে আমি একনিষ্ঠ ও আত্মবিশ্বাসী। নির্বাচনে বিজয়ী হলে এই লক্ষ্য অর্জনে আমার সাধ্যের পুরোটা ঢেলে দেব। পৌরবাসীর সমস্যা সমাধানে হট লাইন চালু করে ও সামাজিক নিরাপত্তা বিধান করে নাগরিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবো। পাশাপাশি একটি গতিময় আধুনিক পৌরসভা বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট ও দায়িত্বশীল সব প্রতিষ্ঠানের কাছে তিনি একান্তভাবে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আধুনিক পৌর শহর গড়তে তিনি জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, পাকাকরণ ও সংস্কার, খাল সংস্কার ও পানি নিষ্কাসনের ব্যবস্থা করা, ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা, বৈদ্যুতিক সড়কবাতি ও সৌরবিদ্যুতের ব্যবস্থা করা, ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র স্থাপন, গণশৌচাগার নির্মাণ, মশকনিধনের ব্যবস্থা করা, পৌরসভায় সবুজায়ন করা, খেলাধূলার মানোন্নয়নের জন্য খেলার মাঠ সংস্কার ও ইনডোর স্টেডিয়াম স্থাপন, শিশু-কিশোরদের বিকাশের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, অসাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা, পৌর অডিটরিয়াম নির্মাণ করা, পৌর পার্ক নির্মাণ করা, পৌর শহরে হাসপাতাল, কিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর সেবার মান তদারকি, পৌর মার্কেটগুলোকে আধুনিকায়ন, পৌরসভার প্রতিবন্ধী, বয়স্ক-বিধবা ভাতা শতভাগে উন্নীত করাসহ মোট ৪২ দফা ইশতেহার ঘোষণা করেন।

তিনি ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়ন করে আধুনিক পৌর নগরী গড়ে তুলতে নাগরিকদের সামান্য সচেতনতা ও আন্তরিক সহযোগিতা চান।

দেখা হয়েছে: 281
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪