|

গ্রামের ঐহিত্যবাহী মধ্যাহ্ন ভোজে খুশি সবাই

প্রকাশিতঃ ৮:২৮ পূর্বাহ্ন | জুন ০৪, ২০২১

নাজিম হাসান,রাজশাহী: যুগ যুগ ধরে চলে আসছে গ্রামের এই ঐতিহ্য। গ্রাম্য প্রধানরা আজো ধরে রেখেছে প্রাচীন এই রেওয়াজ। তাই তো বছরে দুবার এই গ্রামে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহন করেন গ্রামের আবালবৃদ্ধবনিতা। ভোর থেকেই চলে রান্নার কাজ। দুপুরে প্রায় পাঁচশতাধিক গ্রামবাসী মিলে এক সাথে বসে খাওয়া। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রামে এমন রেওয়াজ চলে আসছে যুগযুগ ধরে। বছরে দুবার ধান ওঠার পর সুবিধাজনক সময়ে এই খাবারের আয়োজন করা হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়রে মাঠে। খাবারের মেন্যুতে থাকে মাছের আলুর ঘাটা ও খাটা( তেঁতুলের তৈরি পানীয়)। গ্রামবাসীরা জানান, এই খাবার অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রামবাসী সবাই একত্রিত হতে পারি এটাই আমাদের আনন্দ। আমরা পরস্পর সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নেই। কোন বিষয়ে কারো সাথে কোন মনোমালিন্য থাকলে এখানে এসে সবাই আমরা এককাতারে শামিল হই। গ্রামের প্রধানরা জানান, এই গ্রামে কোন মামলা হামলা নেই। নেই কোন বাল্য বিবাহ ও মাদকের প্রভাব। ফলে এই উপজেলায় গ্রামটি একটি মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। গ্রামবাসীও তাদের এই ঐতিহ্য ও পরিচিতি ধরে রাখতে সচেষ্ঠ।

 

দেখা হয়েছে: 253
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪