|

তানোরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ফারুক চৌধুরী

প্রকাশিতঃ ৫:০৭ অপরাহ্ন | ডিসেম্বর ২২, ২০২০

তানোরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ফারুক চৌধুরী

তানোর(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপি আবহমান গ্রামীণ সংস্কৃতির ঐতিহাসিক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ও সমবার লক্ষ জনতার উপস্থিতিতে তানোর উপজেলার কলমা ইউপির দরগা ডাঙ্গা শালতলা গ্রামের মাঝখানে খোলা মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পর পর দুই দিন সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিত।

ঐতিহাসিক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী এক সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন: তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী চৌধুরী বাবু।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন : তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী। কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম সপন। পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সহ তানোর উপজেলার সকল স্তরের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লিখিত বিশাল ময়দানের চারপাশে অবস্থান করা অসংখ্য নারী, পুরুষ,শিশু এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। আয়োজকরা জানান,এলাকার জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্যে।

৩ বছর আগে চালু করা এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা এখন এ এলাকায় সমাদৃত সর্বজনীন অনুষ্ঠান। এবারও রাজশাহী, নাটর, নওগাঁ, চাপাইনবয়াবগঞ্জ, ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড় সওয়ারী ঘোড়া নিয়ে অংশ নিয়েছিলেন।

দেখা হয়েছে: 347
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪