|

ছাগল মারার জেরে পুঠিয়ায় ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা আটক ৫

প্রকাশিতঃ ৬:৩৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় দুটি ছাগল মৃত্যুর জের ধরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছে। সে পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যান ।এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৫ জনেক আটক করেছে। আটককৃতরা হলেন,জসিম উদ্দিন,শিশির শেখ,রিমন শাহ,আপেল উদ্দিন আপেল ও মাহামুদ শাহ। অপরদিকে নিহত ট্রাক চালকের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ট্রাকচালক আবু তালেব নাটোরের বাগাতিপাড়া উপজেলার ওয়ালিপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তবে সে গত কয়েক বছর থেকে স্ত্রী-সন্তান নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া তেল পাম্প এলাকায় শ্বশুরবাড়ীতে থাকতেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার শিবজাট এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দুটি ছাগল। পরে ছাগল দুটিকে জবাই করা হয়। এ সময় ছাগল মালিক গোলাম মোস্তফা তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করেন ট্রাকটি আটকানোর জন্য।এবং ট্রাকটি তাহেরপুর পৌঁছালে তাকে থামানোর চেষ্টা করা হয়। তবে ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে আসেন। তখন ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। এরপর শুরু হয় গণপিটুনি। এ সময় হেলপার পালাতে পারলেও চালক পারেননি। তখন তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক আবু তালেবের মৃত্যু হয়। ওসি জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকেও আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#

দেখা হয়েছে: 228
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪