|

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের মারধর

প্রকাশিতঃ ৩:০৩ অপরাহ্ন | এপ্রিল ২৩, ২০১৮

ছাত্রলীগে-মারধর-Chattra League BCL infiltrators beat up

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতাঃ

ত্রিশালে অবস্তিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে অনুপ্রবেশ করে বিএনপি জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ এক বহিরাগতকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই ঘটনায় আহত হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান রিয়াদ, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপ-সম্পাদক আবু রায়হান সানি ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাওন মোস্তাফিজ। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা জনা যায়, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান রিয়াদের নেতৃত্বে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আবু নাঈম, কুয়েল সরকার, প্রান্তসহ কে জোরপূর্বক চাপ প্রয়োগ করলে ছাত্রলীগেরকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পিটিয়ে আহত করে ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, আশরাফুজ্জামান রিয়াদ ছাত্রলীগে অনুপ্রবেশকারী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পদবীতে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন, রিয়াদ এলাকার প্রভাব বিস্তার করে ক্যাম্পাসে নারী কেলেঙ্কারির ও যৌন হয়রানির সাথে জড়িত।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুল জানান,আমার কমিটিতে সে অগ্নিবীনা হল যুগ্ন আহবায়ক ছিল তবে পরে অন্য কোন দলে গেছে কিনা আমার জানা নেই।

ছাত্রলীগে-মারধর-Chattra League BCL infiltrators beat up

বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, এলাকার ছাত্রদল ও মাদকসেবীদের নিয়ে রিয়াদ প্রায়শ শিক্ষার্থীদের হুমকি ও চাঁদা বাজি করত। শিক্ষার্থীরা এই বার রিয়াদকে প্রতিহত করেছে।

আহত ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান রিয়াদ অভিযোগ করেন, আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এ রকম হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের করা হবে।

জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 453
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪