|

ছাত্রী ধর্ষণ চেষ্টায় মামলা অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার

প্রকাশিতঃ ৬:২৩ পূর্বাহ্ন | মার্চ ২৪, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের দিনমজুর কাইয়ুম হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার স্থানীয় নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

সানজিদা তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালীর বাসায় প্রাইভেট পড়ত। ঘটনার দিন ৮ মার্চ শিক্ষকের বাসায় অন্য কোন লোক না থাকার সুযোগ নিয়ে প্রাইভেট পড়া শেষ করলে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে সানজিদাকে পড়ার কথা বলে কৌশলে রেখে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী সানজিদাকে ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনার পর গত ১৫ দিন যাবৎ সানজিদার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। এঘটনায় সানজিদার মা মারুফা বেগম বাদী হয়ে শুক্রবার শ্যাম প্রসাদ ঢালীকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-৭ (২৩-০৩-২০১৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. নজরুল ইসলাম শুক্রবার দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ির সংলগ্ন বাগান থেকে ধাওয়া করে অভিযুক্ত প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালীকে গ্রেফতার করেন।

সানজিদার মা মারুফা বেগম জানান, তিনি ঘটনা জেনে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। তাদের কাছে কোন বিচার না পেয়ে সম্প্রতি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের কাছে বিচার দাবি করেন তিনি।

এদিকে কতিপয় প্রভাবশালীর সহযোগিতায় ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালী। কোন বিচার না পেয়ে অবশেষে মামলা করেছেন সানজিদার মা মারুফা বেগম।

দেখা হয়েছে: 394
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪