|

জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিতঃ ২:১৪ অপরাহ্ন | জুন ০৯, ২০২২

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা, খাগড়াছড়িঃ মাটিরাঙ্গার গোমতিতে জনশুমারি ও গৃহগণনা ২২ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার(৯ জুন) সকালে গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন।

আগামী ১৫-২১ জুন দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে ২য় ব্যাচে গণনাকারী ও সুপারভাইজারদের ৪ দিনব্যাপী (৯ জুন হতে ১২ জুন) প্রশিক্ষণ করাবেন মাটিরাঙ্গা উপজেলার গোমতি জোনের জোনাল কর্মকর্তা মো. আমির হোসেন।

উদ্বোধন শেষে তফাজ্জল হোসেন বলেন, জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে সরকার দেশের জনগণের প্রকৃত সংখ্যা জেনে কি পরিমাণ খাদ্য, গৃহ, চিকিৎসা, শিক্ষা ও উন্নয়ন করতে হবে তা নির্ণয় করতে পারে। তাই সকল গণনাকারীদের সঠিক তথ্য সংগ্রহ করে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

এছাড়াও দূর্ঘম পাহাড়ি এলাকায় যেতে অথবা যেকোনো সমস্যার সম্মুখীন হলে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

দেখা হয়েছে: 108
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪