|

জাবির নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রকাশিতঃ ১২:১৬ পূর্বাহ্ন | এপ্রিল ২৮, ২০১৯

জাবির নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রীতিলতা হলের এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে একই হলের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নিরাপত্তা প্রহরীর নাম গোলাম কিবরিয়া। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের নিরাপত্তা কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত গোলাম কিবরিয়াকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন বিরোধী কমিটি।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের গত ১৪ মার্চ রাত দুইটার দিকে ভূক্তভোগী ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে হলের নিরাপত্তা প্রহরী মো. হাবিব, শহিদ ও গোলাম কিবরিয়া তাকে অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে অভিযুক্ত গোলাম কিবরিয়া অসুস্থ ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। ভুক্তভোগী ছাত্রী তা বুঝতে পারেন ও পরবর্তীতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, এই ঘটনার সূত্র ধরে ওই হলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি নোটিশ দিয়েছে তদন্ত কমিটি। নোটিশে কোন শিক্ষার্থী হলের কর্মকর্তা-কর্মচারীর দ্বারা কোন রকম হয়রানির শিকার হলে তদন্ত কমিটিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয়। আমি সেদিন হল সুপারের নির্দেশে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই। আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন সেদিন।

প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কৌশিক সাহা বলেন, একটি অভিযোগপত্র হাতে পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তা যৌন নিপীড়ন সেলে পাঠিয়েছি।

যৌন নিপীড়ন বিরোধী অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমরা একটা অভিযোগপত্র পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত প্রহরীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।’

দেখা হয়েছে: 334
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪