|

জীবন দিয়ে হলেও মহিলাদেরকে আমি রক্ষা করে যাবো: এমপি এনামুল হক

প্রকাশিতঃ ৯:৩৬ অপরাহ্ন | মার্চ ২০, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে: জীবন দিয়ে হলেও মহিলা নেতৃবৃন্দকে আমি রক্ষা করে যাবো বলে মন্তব্য করেছেন,প্রধান অতিথি হিসেবে বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বক্তব্যে বলেন,মেয়েরা সুসংগঠিত অবস্থানে থেকে দলীয় কার্যক্রম পরিচালিত করে আসছে মহিলা লীগ। এবং বাগমারা উপজেলাজুড়ে আওয়ামী লীগের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে মহিলালীগের নেতৃবৃন্দরা। মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম এবং সাধারণ সম্পাদক কহিনুর বানুর নেতৃত্বে শত প্রতিকূলতা পেরিয়ে আজ রাজনৈতিক সাফল্যের শিখরে অবস্থান করছেন মহিলালীগ। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংগঠনের স্বার্থে কাজ করে গেছে। তিনি আরো বলেন, এর পিছনে অনেক অবদান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ। এছাড়া শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন। সাত বছর পর তৃতীয় বারের মতো গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় রাজশাহীর বাগমারা উপজেলা ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল সদস্য, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির মোট ৫০১ জন সদস্য কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মতিক্রমে কহিনুর বানুকে সভাপতি ও জাহানারা বেগমকে সাধারন সস্পাদক ঘোষনা করা হয়। সম্মেলনের উদ্বোধন,করেন রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.নাসরিন আক্তার মিতা। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, রাজশাহী জেলা মহিলা লীগের সহ-সভাপতি প্রভাষক রোখসানা মেহবুব চপলা, নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তি সরকার মালতি,বাগমারা ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা প্রমুখ।

দেখা হয়েছে: 322
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪